View this in:
English Devanagari Telugu Tamil Kannada Malayalam Gujarati Odia Bengali  |
Marathi Assamese Punjabi Hindi Samskritam Konkani Nepali Sinhala Grantha  |

শ্রী ভৈরব চালীসা

দোহা
শ্রী গণপতি গুরু গৌরি পদ প্রেম সহিত ধরি মাত ।
চালীসা বংদন করৌং শ্রী শিব ভৈরবনাথ ॥

শ্রী ভৈরব সংকট হরণ মংগল করণ কৃপাল ।
শ্য়াম বরণ বিকরাল বপু লোচন লাল বিশাল ॥

জয় জয় শ্রী কালী কে লালা । জযতি জযতি কাশী-কুতবালা ॥

জযতি বটুক-ভৈরব ভয় হারী । জযতি কাল-ভৈরব বলকারী ॥

জযতি নাথ-ভৈরব বিখ্য়াতা । জযতি সর্ব-ভৈরব সুখদাতা ॥

ভৈরব রূপ কিয়ো শিব ধারণ । ভব কে ভার উতারণ কারণ ॥

ভৈরব রব সুনি হ্বৈ ভয় দূরী । সব বিধি হোয় কামনা পূরী ॥

শেষ মহেশ আদি গুণ গায়ো । কাশী-কোতবাল কহলায়ো ॥

জটা জূট শির চংদ্র বিরাজত । বালা মুকুট বিজাযঠ সাজত ॥

কটি করধনী ঘূँঘরূ বাজত । দর্শন করত সকল ভয় ভাজত ॥

জীবন দান দাস কো দীন্হ্য়ো । কীন্হ্য়ো কৃপা নাথ তব চীন্হ্য়ো ॥

বসি রসনা বনি সারদ-কালী । দীন্হ্য়ো বর রাখ্য়ো মম লালী ॥

ধন্য় ধন্য় ভৈরব ভয় ভংজন । জয় মনরংজন খল দল ভংজন ॥

কর ত্রিশূল ডমরূ শুচি কোড়আ । কৃপা কটাক্শ সুযশ নহিং থোডা ॥

জো ভৈরব নির্ভয় গুণ গাবত । অষ্টসিদ্ধি নব নিধি ফল পাবত ॥

রূপ বিশাল কঠিন দুখ মোচন । ক্রোধ করাল লাল দুহুँ লোচন ॥

অগণিত ভূত প্রেত সংগ ডোলত । বং বং বং শিব বং বং বোলত ॥

রুদ্রকায় কালী কে লালা । মহা কালহূ কে হো কালা ॥

বটুক নাথ হো কাল গँভীরা । শ্বেত রক্ত অরু শ্য়াম শরীরা ॥

করত নীনহূँ রূপ প্রকাশা । ভরত সুভক্তন কহँ শুভ আশা ॥

রত্ন জড়ইত কংচন সিংহাসন । ব্য়াঘ্র চর্ম শুচি নর্ম সু‍আনন ॥

তুমহি জাই কাশিহিং জন ধ্য়াবহিম্ । বিশ্বনাথ কহँ দর্শন পাবহিম্ ॥

জয় প্রভু সংহারক সুনংদ জয় । জয় উন্নত হর উমা নংদ জয় ॥

ভীম ত্রিলোচন স্বান সাথ জয় । বৈজনাথ শ্রী জগতনাথ জয় ॥

মহা ভীম ভীষণ শরীর জয় । রুদ্র ত্র্য়ংবক ধীর বীর জয় ॥

অশ্বনাথ জয় প্রেতনাথ জয় । স্বানারুঢ় সযচংদ্র নাথ জয় ॥

নিমিষ দিগংবর চক্রনাথ জয় । গহত অনাথন নাথ হাথ জয় ॥

ত্রেশলেশ ভূতেশ চংদ্র জয় । ক্রোধ বত্স অমরেশ নংদ জয় ॥

শ্রী বামন নকুলেশ চংড জয় । কৃত্য়্AU কীরতি প্রচংড জয় ॥

রুদ্র বটুক ক্রোধেশ কালধর । চক্র তুংড দশ পাণিব্য়াল ধর ॥

করি মদ পান শংভু গুণগাবত । চৌংসঠ যোগিন সংগ নচাবত ॥

করত কৃপা জন পর বহু ঢংগা । কাশী কোতবাল অড়বংগা ॥

দেয়ँ কাল ভৈরব জব সোটা । নসৈ পাপ মোটা সে মোটা ॥

জনকর নির্মল হোয় শরীরা । মিটৈ সকল সংকট ভব পীরা ॥

শ্রী ভৈরব ভূতোংকে রাজা । বাধা হরত করত শুভ কাজা ॥

ঐলাদী কে দুঃখ নিবারয়ো । সদা কৃপাকরি কাজ সম্হারয়ো ॥

সুংদর দাস সহিত অনুরাগা । শ্রী দুর্বাসা নিকট প্রয়াগা ॥

শ্রী ভৈরব জী কী জয় লেখ্য়ো । সকল কামনা পূরণ দেখ্য়ো ॥

দোহা
জয় জয় জয় ভৈরব বটুক স্বামী সংকট টার ।
কৃপা দাস পর কীজিএ শংকর কে অবতার ॥

আরতী
জয় ভৈরব দেবা প্রভু জয় ভৈরব দেবা ।
জয় কালী ঔর গৌরা দেবী কৃত সেবা ॥ জয়॥

তুম্হী পাপ উদ্ধারক দুঃখ সিংধু তারক ।
ভক্তোং কে সুখ কারক ভীষণ বপু ধারক ॥ জয়॥

বাহন শ্বান বিরাজত কর ত্রিশূল ধারী ।
মহিমা অমিত তুম্হারী জয় জয় ভযহারী ॥ জয়॥

তুম বিন সেবা দেবা সফল নহীং হোবে ।
চৌমুখ দীপক দর্শন সবকা দুঃখ খোবে ॥ জয়॥

তেল চটকি দধি মিশ্রিত ভাষাবলি তেরী ।
কৃপা করিয়ে ভৈরব করিয়ে নহীং দেরী ॥ জয়॥

পাব ঘূংঘরু বাজত অরু ডমরু ডমকাবত ।
বটুকনাথ বন বালকজন মন হরষাবত ॥ জয়॥

বটুকনাথ কী আরতী জো কোঈ নর গাবে ।
কহে ধরণীধর নর মনবাংছিত ফল পাবে ॥ জয়॥




Browse Related Categories: