View this in:
English Devanagari Telugu Tamil Kannada Malayalam Gujarati Odia Bengali  |
Marathi Assamese Punjabi Hindi Samskritam Konkani Nepali Sinhala Grantha  |

নরসিংহ চালীসা

মাস বৈশাখ কৃতিকা যুত হরণ মহী কো ভার ।
শুক্ল চতুর্দশী সোম দিন লিয়ো নরসিংহ অবতার ॥
ধন্য় তুম্হারো সিংহ তনু, ধন্য় তুম্হারো নাম ।
তুমরে সুমরন সে প্রভু , পূরন হো সব কাম ॥

নরসিংহ দেব মেং সুমরোং তোহি ,
ধন বল বিদ্য়া দান দে মোহি ॥1॥

জয় জয় নরসিংহ কৃপালা
করো সদা ভক্তন প্রতিপালা ॥2 ॥

বিষ্ণু কে অবতার দয়ালা
মহাকাল কালন কো কালা ॥3 ॥

নাম অনেক তুম্হারো বখানো
অল্প বুদ্ধি মেং না কছু জানোম্ ॥4॥

হিরণাকুশ নৃপ অতি অভিমানী
তেহি কে ভার মহী অকুলানী ॥5॥

হিরণাকুশ কয়াধূ কে জায়ে
নাম ভক্ত প্রহলাদ কহায়ে ॥6॥

ভক্ত বনা বিষ্ণু কো দাসা
পিতা কিয়ো মারন পরসায়া ॥7॥

অস্ত্র-শস্ত্র মারে ভুজ দংডা
অগ্নিদাহ কিয়ো প্রচংডা ॥8॥
ভক্ত হেতু তুম লিয়ো অবতারা
দুষ্ট-দলন হরণ মহিভারা ॥9॥

তুম ভক্তন কে ভক্ত তুম্হারে
প্রহ্লাদ কে প্রাণ পিয়ারে ॥10॥

প্রগট ভয়ে ফাড়কর তুম খংভা
দেখ দুষ্ট-দল ভয়ে অচংভা ॥11॥

খড্গ জিহ্ব তনু সুংদর সাজা
ঊর্ধ্ব কেশ মহাদষ্ট্র বিরাজা ॥12॥

তপ্ত স্বর্ণ সম বদন তুম্হারা
কো বরনে তুম্হরোং বিস্তারা ॥13॥

রূপ চতুর্ভুজ বদন বিশালা
নখ জিহ্বা হৈ অতি বিকরালা ॥14॥

স্বর্ণ মুকুট বদন অতি ভারী
কানন কুংডল কী ছবি ন্য়ারী ॥15॥

ভক্ত প্রহলাদ কো তুমনে উবারা
হিরণা কুশ খল ক্ষণ মহ মারা ॥16॥

ব্রহ্মা, বিষ্ণু তুম্হে নিত ধ্য়াবে
ইংদ্র মহেশ সদা মন লাবে ॥17॥

বেদ পুরাণ তুম্হরো যশ গাবে
শেষ শারদা পারন পাবে ॥18॥

জো নর ধরো তুম্হরো ধ্য়ানা
তাকো হোয় সদা কল্য়ানা ॥19॥

ত্রাহি-ত্রাহি প্রভু দুঃখ নিবারো
ভব বংধন প্রভু আপ হী টারো ॥20॥

নিত্য় জপে জো নাম তিহারা
দুঃখ ব্য়াধি হো নিস্তারা ॥21॥

সংতান-হীন জো জাপ করায়ে
মন ইচ্ছিত সো নর সুত পাবে ॥22॥

বংধ্য়া নারী সুসংতান কো পাবে
নর দরিদ্র ধনী হোঈ জাবে ॥23॥

জো নরসিংহ কা জাপ করাবে
তাহি বিপত্তি সপনেং নহী আবে ॥24॥

জো কামনা করে মন মাহী
সব নিশ্চয় সো সিদ্ধ হুঈ জাহী ॥25॥

জীবন মৈং জো কছু সংকট হোঈ
নিশ্চয় নরসিংহ সুমরে সোঈ ॥26 ॥

রোগ গ্রসিত জো ধ্য়াবে কোঈ
তাকি কায়া কংচন হোঈ ॥27॥
ডাকিনী-শাকিনী প্রেত বেতালা
গ্রহ-ব্য়াধি অরু যম বিকরালা ॥28॥

প্রেত পিশাচ সবে ভয় খাএ
যম কে দূত নিকট নহীং আবে ॥29॥

সুমর নাম ব্য়াধি সব ভাগে
রোগ-শোক কবহূং নহী লাগে ॥30॥

জাকো নজর দোষ হো ভাঈ
সো নরসিংহ চালীসা গাঈ ॥31॥

হটে নজর হোবে কল্য়ানা
বচন সত্য় সাখী ভগবানা ॥32॥

জো নর ধ্য়ান তুম্হারো লাবে
সো নর মন বাংছিত ফল পাবে ॥33॥

বনবাএ জো মংদির জ্ঞানী
হো জাবে বহ নর জগ মানী ॥34॥

নিত-প্রতি পাঠ করে ইক বারা
সো নর রহে তুম্হারা প্য়ারা ॥35॥

নরসিংহ চালীসা জো জন গাবে
দুঃখ দরিদ্র তাকে নিকট ন আবে ॥36॥

চালীসা জো নর পঢ়এ-পঢ়আবে
সো নর জগ মেং সব কুছ পাবে ॥37॥

যহ শ্রী নরসিংহ চালীসা
পঢ়এ রংক হোবে অবনীসা ॥38॥

জো ধ্য়াবে সো নর সুখ পাবে
তোহী বিমুখ বহু দুঃখ উঠাবে ॥39॥

শিব স্বরূপ হৈ শরণ তুম্হারী
হরো নাথ সব বিপত্তি হমারী ॥40 ॥

চারোং যুগ গায়েং তেরী মহিমা অপরংপার ‍‌‍।
নিজ ভক্তনু কে প্রাণ হিত লিয়ো জগত অবতার ॥
নরসিংহ চালীসা জো পঢ়এ প্রেম মগন শত বার ।
উস ঘর আনংদ রহে বৈভব বঢ়এ অপার ॥

॥ ইতি শ্রী নরসিংহ চালীসা সংপূর্ণম ॥




Browse Related Categories: